বাউফলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনগন অতিষ্ঠ

বাউফলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনগন অতিষ্ঠ

মোঃ দেলোয়ার হোসেন:  প্রবাদ রয়েছে‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়’ কিন্ত চিরাচরিত এ প্রবাদের পরিবর্তে নতুন একটি প্রবাদ চালু করেছে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতি। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ গোটা উপজেলার মানুষ। বিদ্যুৎ বিভ্রাট যেন নিয়মে পরিণত হয়েছে ।
দীর্ঘদিন ধরে এ উপজেলায় বিদ্যুতের যাওয়া আসার এ খেলায় অতিষ্ট হয়ে উঠেছেন সাধারণ ভোক্তভোগী মানুষ। সামন্য মেঘ,বৃষ্টি কিংবা বাতাস দেখলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। ফলে নানা রকম ভোগান্তীতে পড়তে হয় সাধারন মানুষের। বিশেষ করে মহিলাদের রান্নাসহ বিভিন্ন কাজকর্ম নিয়ে পড়তে হয় চরম বেকায়দায়। শিক্ষার্থীরা সময়মত বসতে পারছে না তাদের পড়ার টেবিলে।
সন্ধ্যা থেকে শুরু করে রাত প্রায় ১১-১২টা পর্যন্ত চলে লো ভোল্টেজের পাশাপাশি বিদ্যুৎ আসা-যাওয়ার এ ভেলকিবাজি। আবার  প্রতিনিয়ত সকাল থেকে বিকাল পর্যন্ত চলে থেমে থেমে লোডশেডিং। ফলে অতিরিক্ত বিল গুনতে হয় গ্রাহকদের ।
প্রতিদিন এ ভাবে বিদ্যুতের লো ভোল্টেজ ও লোডশেডিংনের জন্য ফিজ্রের রাখা মাছ মাংসা ও শাক সবজি পর্যন্ত নষ্ট হয়ে যায়।
অনেক গ্রাহক অভিযোগ করে বলেন, লো ভোল্টেজ ও লোডশেডিংনের জন্য বিদ্যুৎ বিল কম হওয়ার কখা। কিন্ত সে ক্ষেত্রে কম তো দূরের কথা বিদ্যুৎ বিল বেশী দেওয়া লাগে। বেশী বিল ওঠার ব্যাপরে বিদ্যুৎ অফিসের লোকজনের কাছে প্রশ্ন করলে বলে কিছু করার নেই যা বিল হয়েছে সেটাই দিতে হবে। না হলে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
অভিযোগ দিয়েও কোন ফল না পেয়ে বাধ্য হয়ে গ্রাহকরা বিদ্যুৎ বিল পরিশোধ করছে । বিদ্যুৎ মিটার গ্রাহকের টাকায় কেনা তারপরও নেওয়া হচ্ছে মিটার ভাড়া। কিছু দিন পূর্বে বাউফল সচেতন নাগরিক  সমাজের  উদ্যোগেপল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের প্রতিবাদে মানববন্ধন করা হয়।
মেঘ দেখলেই বিদ্যুৎ সংযোগ বন্ধ, বাড়তি বিলের টাকা আদায়,লোডশেডিং ব্যাপারে জোনাল ম্যানেজার এ,কে আজাদ প্রতিনিধিকে বলেন, বৃস্টি ও বাতাস হওয়ার ফলে গাছপালা বিদ্যুৎ লাইনের ওপর পরে লাইনের সমস্যা হয়। তখন কোথাও কোন সমস্যা হলে স্বাভাবিক ভাবেই মেরামতের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়। ইচ্ছা করে আমারা কোন লোডশেডিং দেইনি। বাড়তি বিলের ব্যাপারে বলেন করোনা প্রথম ২ মাস যখন বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ ছিল সে ক্ষেত্রে বাড়তি বিল হতে পারে। তবে অভিযোগ হলে সম¤œয় করে দেওয়া হয়।